তুমি শুনেছিলে জনসমুদ্রে জোয়ারের ধ্বনি...
তোমাকেই বাছা  হয়েছিল ...তুমিই করবে আলো উদ্ধার।
তোমায় পরিয়ে দেওয়া হয়েছিল ভালোবাসার মুকুট...
মানুষ ভেবেছিল আবার আসবে দিন সূর্যিত আলোর...।
কিন্তু আজ  যে 'আকাশ জুড়ে ঝোড়ো বৃষ্টি ,সূর্য উধাও'।
আসলে মিথ্যে দিয়ে তো হয়না   কিছু সাধন...
ঔদ্ধত্যের পোষাক পরে  বিত্ত বানের প্রহরী সেজেছো...
সাম্যবাদী  মুখোশ পরে .একের পর এক গণতন্ত্রের কবর
খুঁড়েছ ,...উজীরের বুদ্ধিতে তোষণ করেছ মিথ্যে লোভে ...
ভাড়ায় খাটা বুদ্ধিজীবী কে দিয়েছ রাজার পার্ট...
মেধাহীন  লোভী রাজনীতিককে দিয়েছ করতে পিঠে ভাগ ..।
ভূলে গেছ, এর পরেও মানুষ আছে...মেধা আছে,কর্ম প্রত্যাশী
অনুরাগী আছে, আছে খেটে খাওয়া কৃষক,শ্রমিক,কেরানীদল ...
যারা ভিক্ষে  চায় না,দান চায় না ....চায় অধিকার।
যতোই ক্ষুদ্রপ্রানী  ইতর ভাব,যতোই বুদ্ধি বিহীন  ভাব না কেন...
বোঝো নি কেন,তারাও ক্ষেপে উঠতে পারে ভীষণ রোষে।
মনে রেখো, মিথ্যাচারে কাছের মানুষও পর হয়ে যায়...
তুমি কী জান না,রাজনীতিকের ধমনীতে যে সুবিধাবাদের পাপ...
বছর ঘুরতেই ওরা নতুন দলের ঝান্ডা ওড়ায়।
তুমি তো তাদেরকেই শুধু তোমার বন্ধু ভেবেছিলে...!ঐ দেখো,
আবার বাতাসে বারুদের গন্ধ...আবার মাটিতে রক্তের দাগ...
তোমার আকাশ বুঝি আজ বৈশাখী মেঘে ঢাকা...।
হয়ত ঝড় আসছে ...  পরিবর্তনের ঝড়।
জান তো,এ দেশটাতে  অমর হতে চাইলেই অমর হওয়া যায় না।