বদলে গেছে দুনিয়াটা
বদলে গেছে পাঠ।
চার আনা রয় শেখার তরে
বারো আনাই ঠাঁট।


সাংবিধানিক অধিকারে
শিক্ষা এখন সবার তরে।
জ্ঞানের উৎকর্ষ নাই বা বাড়ুক
ডিগ্ৰিটা তো আসুক ঘরে।


শিক্ষা বিস্তারের অঙ্গীকারে
আজ শিক্ষা নিছকই পন্য।
মূল্য বোধকে ব্রাত্য রেখে
অর্থ রোজগারই প্রাধান্য।


ভ্রান্ত  যত শিক্ষা নীতি
শুধু অনুকরণেই মত্ত ।
বলছ -'তত্ত্ব ছেড়ে প্রয়োগ ধরো'
কিন্তু,কর্মসংস্থান ই  যে ব্রাত্য।


পরিসংখ্যান বলছে বটে
শিক্ষার হারে  বৃদ্ধি।
জ্ঞানের ঘড়া বাজে ঠনঠন
শুধু সাক্ষরতায় সিদ্ধি।


দায় ভারহীন শিক্ষা পেশায়
নৈতিকতা রিক্ত।
আদর্শ বোধ শিকেয় তুলে
ভোগবাদীতায় সিক্ত।


শিক্ষা জাতির চিন্তা চেতনা
জ্বালাও জ্ঞানের আলো।
পাশের হারে মন না দিয়ে
মান বাড়ানো ভালো।