মেঘ আর রোদ্দুরের অদ্ভুত এক বোঝাপড়া!
মেঘ যখন রেগে যায় খুব, রোদ্দুরের সে  কি ভয়!
লুকিয়েই  পড়ে ভয়ের চোটে ,
যতক্ষণ না মেঘের  রাগ জল  হয়ে ঝড়ে যায়....।


আচ্ছা রোদ্দুর যখন রেগে যায়...মেঘও কি ভয় পায়?
না ভয় পায় না ঠিক, তবে দূরে দূরে থাকে....
মুচকি হেসে সাদা পেঁজা তুলোর মত ভেসে বেড়ায়...;
রোদ্দুরের মত পালিয়ে যায় না..।


আচ্ছা,দুজনকে একসাথে কখনও রেগে যেতে দেখেছো?
না গো না,দুজনায়  একসাথে  নাকি  রাগতে নেই!
পরস্পরে মেনে নেওয়াই  বোঝাপড়ার সঠিক কোন যন্ত্র
গভীর সম্পর্ক অটুট রাখার   অব্যর্থ   এক  মন্ত্র....!