ওরা নিজেরাই  বদলে যেতে চায়.  ..
আমি ভাইরাস ,রঙ আর সম্পর্কের কথা বলছি..
ভাইরাসের স্ট্রেন  নিয়মিত পাল্টে যায়...
শুধু আলো,বাতাসের প্রভাবেই  রঙেরা বদলে যায়..
আর, সম্পর্করা কিছুদিন পর হটাৎ নিজেরাই পাল্টে যেতে  চায়....
এছাড়া বিপদে চেনা মুখগুলোর রঙ পাল্টায়....
স্বার্থবোধ  আর অহংকার সম্পর্ককে অস্থির করে তোলে...
সম্পর্ক তখন নিজেকে  ভেঙে নতুন সম্পর্কে আকৃষ্ট হয়...
তা পাল্টাতেই পারে.....বাধা কোথায়?
যতই তুমি  ধরে রাখতে যাও
মুঠো গলে গতিশীল সে হবেই...
সম্পর্ক নিবিঢ় হলে  বুননের ধৈর্যচ্যূতি ঘটেই...
কি জানি ,সম্পর্ক হয়ত ছায়ার মত...
ছায়ার অস্তিত্ব রাখতে নিরাপদ দূরত্ব রাখাই হয়ত সমীচীন!
৯.১.২০২২