ইজ্জত  নাকি  গেলো!
লজ্জা এখন  শুধু যোগ্যদের!
অপরের অপরাধের দায় কি নিরপরাধীর ?
লজ্জা তো হওয়া উচিৎ অপরাধীর...!


ইজ্জত যায় ....ইজ্জত যায়
অপরাধীর অপরাধের দায় এড়ানোর চতুর প্রচেষ্টায়,
রোবট বিচারকের  সিদ্ধান্তহীনতার হতাশায়,
চোখে ফেট্টিবাঁধা জনগণের অদ্ভুত  নীরবতায়...
ইজ্জত যায় বিদ্বজনদের প্রতিবাদহীনতায়....!


মুঠোখানা এবার শক্ত কর...
প্রতিবাদ শুধু নয়,প্রতিরোধ গড়ে তোল....
শুধু যোগ্য প্রমাণের দায়গ্ৰহন  নয়...
গ্ৰহন কর  সমাজ পরিবর্তনের .দায়.....।
২৮.৪ .২০২৪