অনিশ্চয়তার পিঁপড়ের সারি ...
সরাই দু হাতে ... আপদ গেল বুঝি!
ওঃ মা !আবার তো দেখি সারি সারি...
আশঙ্কার কালো মেঘ জমে বুকের গভীরে ...
স্বপ্ন, স্মৃতি ,আত্মপরিচয় কিছুই কি রবে না?
ইচ্ছে গুলিও কি অবিবাহিত রয়ে যাবে চিরকাল ... ?
অপেক্ষার যন্ত্রণায় কেঁদে উঠি বারবার ...
তবে যত বড় দহনই হোক  
আমি জানি ,বৃষ্টি হলেই সব ধুয়ে মুছে যাবে ...
আবার রোদ্দুর এসে পড়বে ঘাসের শিশিরে ...
দীপ্তি আর উজ্জ্বলতার চিহ্ন আঁকা থাকবে তার গায়ে ...।
দহনেই বুঝি  সব শুদ্ধ হয়ে যায়  ...!
২৬.৭.২০২০ @ সংরক্ষিত