আমি শুধুই হেরে যাই ...
বারেবারে হেরেই যাই....
জোছনা রাতে হাঁটতে গিয়ে দেখি
অচেনা  কালো মেঘে ছেয়ে গেছে চারিদিক...
নিকষ অন্ধকার পথই তখন আমার সম্বল...
এবারেও  কি তবে  হেরে যাব?
হোঁচট খেতে খেতে...ক্ষত-বিক্ষত আমি
ছুটে চলি অফুরন্ত দিগন্তের মাঝে...


তবুও কেন যে ভাবি..  ....
হয়ত রাত্রিটাকেই ছিনিয়ে নেবে কেউ...
বিজয়ের স্বপ্ন নিয়ে  হয়ত হাজির হবে কেউ  ..
সৌভাগ্যের বেলপাতা নিশ্চয়ই থাকবে তার হাতভরা... ।


বারে বারে হেরে গেলেও
আমি মেনে নিতে চাই না
হেরে যাওয়াই অমোঘ নিয়তি আমার...
কোন একদিন আমাকে জিততেই হবে..  
মনের উঠোনে যে  ভরে আছে
আশা ও ভালোবাসার এক সমুদ্র ঢেউ।
9.10.2021