এই বেড়ি-বাঁধা অবস্থা আর সইতে পারছো না ,তাই তো?
কিন্তু,এতকাল ধরে তো  পুঁজিবাদের বেড়িতে তোমার দম বন্ধ হয় নি  কখনও...
গানে গলাও মেলাও নি,কোরাসে  সমতার গান গাইলে যদি দেখে ফেলে ওরা!
সেঁধিয়ে ছিলে ঘরের কোণে... আজ কেন তবে ঘরে থাকতে চাইছ না  ?
যাও   তবে বাইরে গিয়ে পা মেলাও অর্বাচীনদের সাথে...চল হাটে ,চল বাজারে.
চল  সমাবেশে .. যাও খাদ্যের অলংকারের খোঁজে, যাও মনখারাপের সকাল  কাটাতে...।
বেঁচে থাকাটাই যে প্রধান চাহিদা নয়.... , কি আর করা,যাও  তবে‌  মৃত্যুর কাছে ...
সচেতনতাহীনতার  প্রতিরোধের টীকাকরন কর্মসূচিটাতেই কি ত্রুটি ছিল তবে ....!
@সংরক্ষিত
4.4.2020