ভাষা-প্রেমও দেয় জাতীয়তাবোধ
ভাষা-প্রেম দিয়েছিল শক্তি
ভাষার জন্যে  লড়েছিল মানুষ  
ভাষা পেয়েছিল   মুক্তি।


কিন্তু,  মাতৃভাষার  আজ যে সঙ্কট...
মাঝে মাঝে ভয় করে  খুব -
মাতৃভাষাহীন পৃথিবীর কত শত মানুষের মত
আমিও  কোনদিন মাতৃভাষাহীন হবো না তো?


আসলে মাতৃভাষাদিবস পালন ছাড়া
অন্য সময় মাতৃভাষার প্রতি একটুও দায়বদ্ধ  নই যে...
ভাষার মাসেই  শুধু মাতৃভাষার প্রতি  প্রেম ,
ভাষা দিবসেই  শুধু উপলব্ধ জাত্যাভিমান ।


আজ কেন জানি না  খুব জানতে ইচ্ছে করে .....
ভাষা নিয়ে মোদের আবেগ যতটা  ,ততটা কী প্রেম!
ভাষিক অভিমান যতটা, ভাষাতত্ত্বের প্রতি আগ্রহ কী ততো!
ভাষার জন্য উত্তাপ যত রক্তে ,ত্যাগে ততখানি প্রস্তুত?


মাতৃভাষা  তো নয় নিছক কতগুলো শব্দসমষ্টি ..
মাতৃভাষা   অস্তিত্বের ভিত্তি...
মাতৃভাষা  দীপ্ত আবেগ ...প্রাণোচ্ছল দেহের উত্তাপ .
মাতৃভাষা  আনন্দাশ্রু ....প্রাণ ভরা নিঃশ্বাস.।