ভাষা মোদের  ভাবের আধার
ভাব প্রকাশের বাহক
ভাষা আবেগের মুক্তি পণ
সংস্কৃতির ধারক।


ভাবনা যেমন শেকল বিহীন
ভাষাও হোক তেমন স্বাধীন...
তবে সে ভাষা যদি হয় মায়ের ভাষা
তাঁর মাধুর্য  হয় না  কখনও মলিন।


সেই মায়ের ভাষাও হয়েছিল কখনও পরাধীন
গর্জে উঠেছিল বাঙালি সেদিন....
ভাষা র  জন্যে করেছিল ত্যাগ যাঁরা
ভুলবো না কখনও তাঁদের ঋন।


  কিন্তু, বাঙালির মুখে আজ যে মিশ্র ভাষা..
   বিবর্তনে ও আগ্ৰাসনে  বাংলাভাষা  বিপন্ন!
জাতির অস্তিত্ব   যখন ভাষার ক্লোরোফিলে
বাঙালির কাছে তাই বাংলা ভাষাই হোক অগ্ৰগন্য।
21.2.2022@prabir