প্রবীর দে
চেতন অবচেতনের আকাশ-পাতাল
আকাঙ্ক্ষা ও প্রাপ্তির জমিন –আসমান
কিম্বা পর্যটন চুক্তির মতো স্বপ্ন ও বাস্তব ...
জীবনের দ্বন্দ্বকে উস্‌কে দেয় ,প্রতিমুহূর্তে ।
অবিরাম দ্বন্দ্বে ক্ষতবিক্ষত মনের আঁধারকে
অতিক্রম করার চেষ্টা করি চাঁদের আলোয় ...
দুচোখ ভরে জীবনের শোভা দেখার সাধ জাগে ...
অস্তিত্বের  গভীরে যন্ত্রণাও  জেগে থাকে,অসহায়ভাবে।
বস্তত , চাঁদের অন্ধকার পিঠ যে রয়েই যায় ...
ঘা লুকিয়ে যতই হাসিমুখ দেখাবার চেষ্টা কর
প্রতিটি তাজা ন্যাকড়ার ফালি যে ঢুকে যাচ্ছে নালী-ঘায়ে ,  
জীবন আর সভ্যতার আড়াআড়ি সম্পর্কও তলিয়ে যেতে চাইছে...।