স্পর্শানুভুতির প্রতি টান স্বতঃস্ফূর্তই...
ওতে আবেগ থাকে,  বন্যতা থাকে....
উষ্ণীষ  থাকেই...
কিন্তু  উষ্ণীষ থাকাটাই তো আর  প্রেম নয় ...
প্রেম  এক রহস্যময় চিরস্থায়ী অনুভূতি ...
এক অবিনশ্বর আত্মিক   ও জৈবিক সত্ত্বা...
আকর্ষণে যার সৃষ্টি ,বিশ্বাসের পূর্ণতায় যার অস্তিত্ব !


মানলাম, স্বীকৃতি আছে....সমর্পণ আছে....
আর দুঃখ  ? দুঃখ  থাকেই ...
কিন্তু তা যদি অভিমান  হয়ে না  ওঠে ..
তাহলে জেনো, প্রেমের অস্তিত্ব  দূরবীনের নিয়ন্ত্রণাধীন !
অনুরাগ,অভিমান সবসময়   নির্ভরশীলতাই খোঁজে
নির্ভরশীলতা না এলে সে কি আর প্রেম !
বিশ্বাসেই   নির্ভরশীলতা ,
নির্ভরশীলতাই  প্রেম।


আমার কথাই ধরো....
স্বপ্নভঙ্গের যন্ত্রনায়, সত্ত্বা লুটের অসহায়ত্বে...
নীরবে শুধু কাঁদতাম., মানিয়ে নেবার চেষ্টায়.....
চোখের জল শুকিয়ে যেত যখন,
সবাই ভাবতো ...মেনে নিয়েছি;
কিন্তু, মেনে নেওয়া মানে তো আর আস্থাজ্ঞাপন নয়;
মেনে নেওয়াও   হয়ত দায়িত্ব পালন...
প্রেমের অস্তিত্ব রক্ষার প্রতি!


মেনে নিতে  নিতেই একদিন  প্রতিবাদের বীজ অঙ্কুরিত হয়...
মনের দহন চলে... দহনে  সবকিছু তো আর  পুড়ে খাক হয় না,
ছাইয়ের মাঝে জেগে ওঠে সমানাধিকারের  স্বপ্ন!
সমানাধিকার আর প্রেম  একসাথে হয় না ,একথা  কে বললো?
সমানাধিকারের দাবী  আর প্রেমের মধ্যে তো কোন বিবাদ নেই !.
বৈপরীত্য  আছে মানছি....
বৈপরীত্য-- নিরক্ষীয় জলবায়ুর দিন ও রাতের উষ্ণতার মতো ...
তবুও কিন্তু, নিরক্ষীয় অঞ্চল শস্য-শ্যামলা... স্বতঃস্ফূর্ততায় সমুজ্জ্বল।


নির্ভরশীলতা থাকুক  আবেগের
বিশ্বাস থাকুক  ভাবনাতেও
যাপণ  চলুক হৃদয়ের নৈকট্যে
প্রেম হবে  অবচয়শূণ্য..… অক্ষয়,অমর.।।
১৮.১০.২০২৩