চারিদিকে ঘন অন্ধকার, হতাশার ধোঁয়ায় ভরে গেছে...
শাসক তার বিবেকের বোতামগুলিও  পরপর খুলে নিয়েছে ...।
রাত্রির গাঢ়  কুয়াশার   আস্তরণ  সরিয়ে
সূর্য চুমুক দেবে আলোর বাটিতে ...তোমরা তা জান ,
তবুও  তো প্রতীক্ষার প্রহর গোন ,নিদ্রা ভুলে ...।
জীব হয়ে জন্মেছ যখন  সবাই জান ,
মৃত্যু  হবেই একদিন, তবুও  শঙ্কিত থাক ...
সব ছবি বুঝি আর আপলোড করা হল না ...।
আর আমি? আমার একান্ত এক ফালি আকাশের নিচে
নিরীহ, নিরপেক্ষ , সাম্যবাদীর মাস্ক পরে জেগে ঘুমিয়ে আছি ...
ধোঁয়ার  সাথে  স্ফুলিঙ্গ  যে  এখনও দৃশ্যমান নয়... ।
আমি নিরীহ, কেন জান ?প্রতিবাদ করতে ভয় পাই বলে ...
বহু কষ্টে অর্জন করেছি  উদ্ভিদের মৌনতা ...।
নিরপেক্ষ... কারন পরিবর্তিত হলেও কেউ গিরগিটি বলতে পারবে না।
আর সাম্যবাদী হয়েছি  তো গুছিয়ে নেবার পর।
যাই হোক,কি চাও তোমরা আমার কাছে বল তো ?
নপুংসক বীজের কাছে কি গোলাপের  হাসি প্রার্থনা করা যায়?  
আমাকে বয়ে বেড়ানো ছাড়া তোমাদের  যে আর কোন অপশন নেই ...।।