মনে আছে, হ্যাঁ, কোন এক বসন্তে দোলের দিনেই প্রথম দেখা হয়েছিল আমাদের।
মেঘেদের  মুখভার নেই.... সূর্যের সাথে বুঝি এখন মিতালি..
আর ওদের মিতালির আনন্দে  খুশিতে জেগে উঠেছে পলাশ,বকুল,শিমুল,কিংশুক...
শুধু বনে  নয়  মনের পাখিরাও জেগে   উঠে করে কলতান ...
দখিনা বাতাস  - শুষ্ক অথচ রুক্ষ নয়, চঞ্চল তবে উচ্ছৃঙ্খল নয় , বুঝি খুনশুটিতে ব্যস্ত -
অবিন্যস্ত অথচ অনন্য তোমার আবীরে রাঙানো কেশগুলির সাথে....
শুভ্র সকাল বেলার এক ফালি রোদ্দুর এসে জড়িয়ে আছে তোমায়....
কি লাবণ্য তোমার  নিষ্পাপ মুখে.... আমি চোখ ফেরাতে পারি নি...
সমুদ্রে সফেন স্রোতের  মতো শুধু কামনা নয় বিশুদ্ধ ভালোলাগা ভেসে আসে যেন...
মনের কোণেতে বেজে ওঠে বুঝি জীবনের জয়গান,যৌবনের জয়গান...।
মনে হল ফাগুন ডেকে বলছে আমায় ,' ভালোবাসার রঙে নিজেকে রাঙাও এবার ,
শুধু চোখের সীমানা মুখস্থ করে কি হবে,মনের সীমানা মুখস্থ কর।'
21.3.2019