রৌদ্র-স্নাত হতে ব্যর্থ,আচারের বয়াম খুলতেই
কেমন যেন একটা বোঁটকা গন্ধ ছড়িয়ে পড়ে....
অমূলক দুঃশ্চিন্তার ভীড়ে মনের বয়ামেরও দেখি সেই অবস্থা...
আচারের বয়াম প্রতিদিন রোদে দেওয়াটা যেমন জরুরী,
মনটাকেও ভাবছি রোজ রোদে স্নান করাবো, এখন থেকে..।
বয়ামের মুখ টা খুলে দিলেই  তো দেখি আচার গুলি সেই আগের মত....।
ভাবছি.... মনের জানালাটা খুলে দেব প্রতিদিন...
রৌদ্র -কিরণ, প্রকৃতির মুক্ত বাতাসকে সাথী করে
শুদ্ধ করে দেবো মনটাকে..সৃষ্টির স্রোতে ভাসতে পারব
সুস্থ চিন্তা নিয়ে ...সেই আগের মত ।