প্রকৃতি প্রতি মূহুর্তেই নতুন হতে চায় ....  নতুন হতে জানেও সে..
কখনও সবুজ পাতায় নিজেকে সাজিয়ে  তোলে ...
যেন অনন্তের আবাহন   .. ..আবার  কখনও পাতা ঝড়িয়ে বিষণ্ণ বেশ...।
চৈত্র শেষে,দুঃখগুলিকে কখনও নৌকোয় তুলে  দিয়ে বিদায় জানায়..
পরক্ষণেই আশা আকাঙ্খার প্রতিশ্রুতি নিয়ে  এসে  বলে ওঠে.--
'এসো হে বৈশাখ ,  এসো এসো '.........
ভোরবেলা পাখিদের সোল্লাস সঙ্গীতে ভাষাহীন প্রার্থনা...
স্নিগ্ধ বাতাসের মধুর হাতছানি ...
ওদিকে আবার মধ্যাহ্নের রাগ পড়ে এলেই...
শান্ত গোধূলিতে এসে জানায় ---
" জীবনের প্রতিটি নতুন  স্বাদ নিয়েই বেঁচে থাক্"।
এরপর এল বৃষ্টি ! বৃষ্টি মানে  মনের কর্ষিত মাঠ ওলোটপালোট...
দুঃখ ঝড়ে  গিয়ে...মনের ফুল ফোঁটার পরাগায়ন ....।
বৃষ্টি এসে নিঙরে নিল ঠিকই কিন্তু বীজে ফুটলো  পাতা...
বৃষ্টির পরে কি আর সব কিছু   ধুয়ে মুছে যায় ?
শুরু হল শরতের নীল আকাশের ব্যস্ত হয়ে পড়ার দিন...
সোনালী রোদ,সোনালী খুশী ,হাসনুহানার গন্ধে মাতোয়ারা চারিদিক..
একভাবে বুঝি  তুমি থাকতে পারো না  প্রকৃতি....  আমরাও না....
তাই তো শিশিরের শব্দ শুনতে শুনতে. ... শীতের দীর্ঘ রাতের শেষে
প্রহর গুণি ...আবার  সেই মখমল দিন পাবার আশায় .   ।
24.9.2020