প্রবীর দে
বয়স হলেই বুড়ো ভাম ডাক  যারা শুনতেন
তাঁদের  এখন সবাই  ডাকে সিনিয়র সিটিজেন।
ছাড় আছে , ঝাড়  আছে,  আছে এখনো শখ
পেসমেকার, ইনসুলিন.....তবে  পছন্দের জায়গা রক।
দু-পকেটে দুই  ইনহেলার  জপের  মালা  যার
মেন্টিনেন্স কস্ট তাই এত হাই, ফ্যামিলি    জেরবার।
এজিং চাপার চেষ্টা  আছে  ওদিকে  রোগ উপচে পড়চে;
টেঁসেই যেত , স্রেফ বিজ্ঞানের কৃপায়  নড়চে-চড়চে।


আগে ভাবতো  আছে পেনসন তো কিসের টেনশন?
কিন্তু অহংকারেই শান্তি গায়েব, সবাই    আজ দুশমন।
দেনা পাওনা র সংসারে শুধু সম্পর্কের লুকোচুরি খেলা
পান থেকে চুন খসলেই  বোঝা যায় কে কাবলিঅলা।
খোঁচা খেয়ে খাঁচা ছেড়ে যায় রকে,দেখে মেটে কিনা তেষ্টা !
দুধের স্বাদ কি আর ঘোলে মেটে....সব ই বৃথা চেষ্টা।
বাক্সর উপর বাক্স গড়ে  বাড়িগুলো  আজ সরাইখানা
হৃদয়হীন সম্পর্ক তো , তাই কেহ  কারো খবর রাখে না !