নিজেকে গুটিয়ে নিয়েছি....
না ,জীবনের ভয়ে নয়,
মোহ ভঙ্গের যন্ত্রণায়...
নিত্য শিষ্ট উপেক্ষায়...
পয়সা দিয়ে সম্মান কিনতে চাই নি বলে
ভালোবাসা বিক্রি করি নি বলে..
আর ...ওঃ হ্যাঁ,
স্রোতের বিপরীতে হাঁটার সাহস নেই বলে ।


নিজেকে গুটিয়ে রাখতে  চেয়েছি....
শুধু গোটাতে পারি নি ভাবনাকে,
গোটাতে পারি নি মনুষ্যত্বকে,
হারাতে চাই নি ভালোবাসাকে,
ভুলতে  পারি নি অতীতকে।
স্মৃতিরা ভীড় করে...
না পাওয়ার বেদনা অক্ষয় হয়ে থাকে ....


ছদ্ম ব্যস্ততায় গুটিয়ে রাখি নিজেকে!