প্রতিদিন স্বরযন্ত্রটাকে সাইলেন্ট মোডে রাখতে রাখতে
কবে না আবার বোবা হয়ে যাই....।
প্রতিবাদের আগুন জ্বলে ওঠে ভেতরে মাঝে মাঝে....
চাপা  দিই,শুধু চাপা দিই, চাপা দিতেই থাকি....।
চাপা আগুনের ছাইগুলো হয়ত  একদিন
মাটিতে বিলীন হয়ে যাবে......
পরে থাকবে শুধু দীর্ঘশ্বাস...অপ্রকাশের দীর্ঘশ্বাস।
তবে প্রাপ্তিও আছে,  'নিরীহ' ,'নির্বিরোধী'র লেবেলটা
ওরা এসে  সাঁটিয়ে দিয়ে যাবে আমার গায়ে।
ব্যস,এবার তো স্রোতে গা ভাসানোর পালা....,
'বিপ্লব' তা হলে  তুই এখন শীতঘুমে  যা....।
এভাবে  ভাসতে ভাসতে ....কে জানে  হয়তো একদিন
আমিও , প্রতিবাদহীন বিদ্বজনেদের একজন হয়ে যাব..
তখন তো শুধুই 'আচ্ছে দিন' ...  বিবেক দংশন ছাড়া...।