সময় আর স্মৃতিতে  দড়ি টানাটানি
স্মৃতির অতলে  গভীরতা সীমাহীন...
শুধু তাই  নয় ,স্মৃতি তথ্য ধারণেও  ধৈর্যশীল
উদার সময় তাই ফিরিয়ে দিতে চায় সবকিছু,
স্মৃতির ইচ্ছের প্রতি সে যে শ্রদ্ধাশীল।


কিন্তু,সময়ের রাগ হয়  কখনও কখনও......
প্রয়োজন  ছাড়া স্মৃতি ওর খোঁজ ই নেয় না।
, স্মৃতির কি দোষ বল....
প্রয়োজন ফুরোলে ডাকেই না কেউ ওকে...
ভুলে যেতে চায়   অতীত,
বর্তমানের  মিথ্যে অহংকারে।


সময়ের স্রোতে..
সময়  হারিয়ে যায়
নতুন সময় ভুলিয়ে দিতে চায়.সবকিছু...
পারে কি ভোলাতে?
রয়ে যায় অস্পষ্ট পদচিহ্ন
খুঁজে পাবার আশার বীজধান রূপে।