নন্দীঘোষে চড়ে জগন্নাথ
মাসির বাড়ির পানে ধায়।
দাদা বলরাম, বোন সুভদ্রা
তাঁর সঙ্গী হতে চায় ।


বলরামের রথ তালধ্বজ
সুভদ্রার  দর্পদলন ।
মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্য
গুন্ডিচা মন্দির দর্শন।


নন্দীঘোষে   উড্ডীন
ত্রৈলোক্যমোহিনী পতাকা ।
ভালো করে দেখো,ওতে আছে
কপিরাজ হনুমানের ছবি আঁকা।


জগন্নাথের রথ সাজানো হয়
লাল ও হলুদ কাপড়ে ।
রথে দশ ইন্দ্রিয় ও ছয় রিপুর
১৬টি চাকা, প্রতিনিধিত্ব করে।


রথ টানে চার ঘোড়া
রথের রক্ষী 'গারুদা' ।
রশির নাম ‘শঙ্খচূড়া নাগুনি'
রথের সারথি 'দারুকা'।


রথযাত্রায়,, মহা ধুমধাম,
জগন্নাথ  দর্শনে সবাই আজ  খুশী।
মানুষে মানুষে যে সম্পর্কের বন্ধন
সেই বন্ধনই এই রথ টানবার রশি ।
---------------------------------------------
১৬ই আষাঢ়,১৪২৯