জীবনের ব্যর্থতা গুলি
যেন এক একেকটা লাশ...
পোষ্টমর্টেম হয় ওদের ,কিন্তু
বিশ্লেষণের রিপোর্ট আর পড়া  হয় না...
শুধু অসীম শোকের  মেগা সিরিয়াল....
তাই  সৎকারও হয় না..
চির অশৌচ...
প্রশ্ন জাগে মনে,
অবিশ্রান্ত শোকের বিলাপ কি  
সাফল্যকে  উদ্ধুদ্ধ করে ?
কি জানি, তবে কেন
নিস্ফলা বর্ষেও  কৃষক আক্ষেপ ছেড়ে
নতুন ফসলের বীজ বোনে...
হয়ত
নিঃসংশয় সাফল্যের  স্বপনই
প্রতিটি  ভবিষ্যৎ সফলতার অনুপ্রেরণা।