মনের গভীরে ভাবনার অন্ধকারগুলিকে
হারিয়ে দেব লৌহবৎ ইচ্ছাশক্তি দিয়ে ...
না না , হতাশার শূন্যতায় অবগাহন ,
আর করব না ...
একাগ্রতার তীক্ষ্ণ রশ্মিকে চুম্বন করব ,
এক বুক আশা নিয়ে ...।
প্রবহমান না হলে  কি আর নদী হওয়া যায় ?
প্রবাহ-ই পথ।থমকে যাবার কথা ভাববো কেন?
নদী যে তার বয়ে চলার শক্তিতেই বিশ্বাসী ...
ভেবো না ... সব ঠিক হয়ে যাবে ...
যত পারো ঋণাত্মক চিন্তাগুলিকে পাঠাও
‘ রি – সাইকেল- বিনে’ ...।
বিশ্বাসের বাটনেই ক্লিক কর,
অস্তিত্বের স্পন্দন অনুভব করবে ... ।
১৮.৭.২০২০