অনলাইনে কুশল বিনিময়
অনলাইনেই  শপিং
স্বজনের বিপদেই পাশে থাকি না
আর পাড়ার লোকেরা তো নাথিং।


পণ্যের   যত লোগো চিনি
স্বজনের চেহারা তত চিনি না।  
বিপদ এলে   বুঝতে পারি
মানুষের সাহচর্য ছাড়া চলে না।


অনলাইন মানুষের একাউন্ট চেনে
সে তো মানুষ  চেনে না!
রাস্তার বিপদে পাড়ার দোকানদারই সাহারা দেয়
আর এতদিন যারে  নাকি আমি চিনতাম না।


মানুষের স্পর্শ মানুষ কেড়েছে
ডিভাইস ই এখন মানুষের শ্বাস
পাশের ঘরে মানুষ মরে
একাকী পরে থাকে শুধু লাশ।


মানুষের হাতে মানুষের স্পর্শ
ভালোবাসা আর আবেগের যুগলমিলন
অনলাইন কি শুনতে পায় অনুরাগের অনুরণন?
সে কি বোঝে কারে কয় ভালোবাসার বন্ধন?


প্রযুক্তির উন্নয়ন  খারাপ কিছু   নয়
জীবন সহজ হয়েছে একথা নিঃসন্দেহে সত্য
তবে 'মানুষের সাথে মানুষের পাশে'
এ নীতি হয় না যেন ব্রাত্য।।