বিশ্ব কবিতা দিবসে নিবেদন.....


প্রতি রাতেই  চাঁদের পানে চেয়ে থাকি..  ..
চেয়ে থাকি  স্নিগ্ধ আলোর মিছিলের দিকে...


তবে, আলোর মিছিল  যতই সামনে পড়ুক না কেন..
চোখ  তো সেই  কলঙ্কের খোঁজে!
আলো প্রকাশের কৃতিত্বকে ছাপিয়ে
নজর শুধু ওর কলঙ্কের খোঁজে।
রাতের অন্ধকারের  ত্রাতাকে না  খুঁজে
নজর শুধু ওর কলঙ্কের খোঁজে।
আসলে ,কলঙ্কটাই  শুধু ওর নিজস্ব ,
আলো তো আর ওঁর নিজের নয়....!


কিন্ত,....একথা কখনও তো  ভাবিনি....
.কলঙ্কটুকুই  যে    ওঁর অন্ধকার....
সেই অন্ধকারের দারিদ্র্য
ঢেকে রাখবার আয়োজনেই
আলো প্রকাশের দায়ভার গ্ৰহন!


কি জানি কোনদিন হয়তো....
চাঁদের   কলঙ্ক খোঁজার আগে
স্বীকৃতি দিতে শিখবো জোছনার কৃতিত্বকে।।
২১.৩.২০২২