সম্পর্কে এক তরফা সৌজন্য প্রদর্শন মানে কি আনুগত্য?
আর  উপেক্ষা কি তবে আনুগত্য থেকে বিচ্যুতি ফল?
উপেক্ষায় বিচলিত হতে নেই
উপেক্ষাও  হয়ত স্বপ্রকাশকে উদ্ধুদ্ধ করে,
উপেক্ষা  আত্মনির্ভর হতে শেখায়
যদিও আত্মনির্ভরতাও স্ব -ইচ্ছার উপর নির্ভরশীল
সম্পর্ক মানেই একে অন্যের ওপর নির্ভরশীল থাকা।
উপেক্ষায় কষ্ট পেতে নেই
উপেক্ষিত হলে ভাবতে নেই স্বপ্ন শেষ
স্বপ্নরা  কি কখনও আত্মঘাতী হতে চায় ...
এক সমুদ্র তৃষ্ণা কি অত সহজে শুকায়...
উপেক্ষা  হয়তো স্বপ্ন সাকারে র নেশা জাগায়....