গৃহ বন্দী আমি
গৃহ বন্দি আমার শহর বাসী
তুমি ও গৃহ বন্দী
আমার জানালার পাশাপাশি ,
সকালে উঠে প্রথম জানালা খুলে দেখি
তুমি বসে ব্যালকনিতে
ভীষণ বেস্ত ফোনে
মুখ তুলে ও দেখলে না  
আমার জানালা তে ।
তারপর কাজের ফাঁকে
বার বার জানালার পাশে
যদি দেখতে পাই সেই আশাতে ।
কখনোবা চেয়ারে বসে
কখনোবা রেলিং ধরে
সেই বেস্ত ফোনে ।
এই ভাবে দুপুর গড়িয়ে বিকেল
কখনোবা রাস্তায়
কখনোবা আমার জানালার পাশে
কখনোবা চোখে চোখ
ঠোঁটে মুছি হাসি ।