সাদা মেঘের ভেলায় চড়ে
মন চলে যায় দূরে
অনেক দূরে ,
তেপান্তরের মাঠ আর বন বীথিকার ছায়া নীড়ে
কোন এক অচিন দেশের তরে
ঐ সুদূরে ,
স্বপ্ন আর ভালোবাসায় গড়া সে অচিন দেশ ।
অনেক পথ পেরিয়ে ও সে পথ
হয় না কভু সেশ ।
কে গো অচিন পথিক তুমি
আমায় হাতছানি দাও বারে বারে ,
দাঁড়িয়ে রয়েছ ওই
অচেনা পথের ধারে ।
তোমার হাত ধরে
এগিয়ে চলেছি আমি
ছায়া মেঘের পথ ছাড়িয়ে
হটাত দেখি পথ ভুলে আমি
সুধু একা ,
পথের শেষে সবই শুধু
ধু ধু মরীচিকা ।