ভালোবাসার হয় না কোনও রং
তবু শীত বসন্ত চির সে রঙ্গিন,
ভালোবাসার হয় না কোনো দিন
অমর সে অনন্ত প্রাচীন।


রাজকীয় লালে রক্তিম শোভা নয় সে
খুব সাধারণ বন্য ফুলের পাপড়ি|
সবার চোখের আড়ালে নীরবে, নিভৃতে
গন্ধহীন আলো আঁধারের রাত্রি।


আভিজাত্য তার নেইকো এতটুকু
নিস্কলঙ্ক নিষ্পাপ পুস্পটিত।
সরলতা মেখে নীল আকাশের নিচে,
জোৎস্না রাতের শোভা অবিরত।


তোমরা যাকে ভালোবাসা বলো আজ,
কোনো এক বিশেষ দিনের সাজ।
কত আয়োজন মনের বাহিরে দেখি
রিক্তহৃদয় লজ্জাহীন পরিহাস।


কত শোরগোল, কতই অহংকার,
এর মাঝে কি ভালোবাসা থাকে আর!
নিরাবতা দিয়ে বোঝা গেলো আর কই
চোখে চোখ রেখে শুধুই অত্যাচার।


ভালোবাসা যে নয়কো খেলা খেলা
কৌতুক আর প্রলোভনের মেলা।
পার্থিব সুখ, যত আছে আবেদন
শাসনহীন রিপুরাজের চেলা।


আমোদ প্রমোদ, আর যত ব্যাভিচার
মুক্ত মনের উলঙ্গ বিচার।
খেজুরের রসে মাখামাখি আজ সব,  
কোথায় কিট্স্, কোথায় চন্ডিদাস!


ভালোবাসা হল অন্ধ মনের ভাব
পাগলামি আর অঝোর ধারায় বারি।  
হারিয়ে যাওয়া উদাস মনের গান
কখনো ভাব কখনো আবার আড়ি।


ভালোবাসা হলো আবেগের অনুভূতি
মগজ থেকে অনেক, অনেক দূর |
কিছু না বলা কথা, মিলনের অভিলাষা
সবুজ ঘাসে প্রথম রোদ্দুর।


যদি ভালোবাসো তারে, আপনার তরে
তবে দেখিবে শোভা অকৃত্তিম, দুনয়ন ভরে।
গরল রিপু হইবে তরল, শীতল হইবে মন
পরান জ্বালা জুড়াইবে, স্নিগ্ধ সমীরণ।


করো প্রার্থনা, সেই ভালোবাসা
নিঃস্বার্থ, নিষ্পাপ, নিষ্কামনা।
জন্মজন্মান্তরে পরমাত্মিক
সদা জাগ্রত যার হৃদয় চেতনা।