সারাদিন কথার জাল বুনতে পারি না
তাই তুমি বার বার কাছে এসে ফিরে যাও
তার চেয়ে, ভাবের বাগানে এসো
তোমায় ভ্রমরের গুঞ্জন শুনিয়ে দেবো
দেখাবো, গাছে গাছে ফুল, ফুলে ফুলে মধু
                     প্রজাপতির রঙিন ডানা।


চলোনা বরং দুহাত ধরে
কল্পনার সাগরে ডুবে যাই
সেথায় - সাতরাজার ধন দেখাবো তোমায়
যত চাও সব পাবে
মক্তো, পান্না, চুনী, নীলা।


মনের চূড়োয় একবার এসো না
তুষার ধবল চকচকে আয়নায়
খুঁজে পাবে নিজেকে
জীবনের দেনা পাওনার হিসেব কষে নিও ওখানেই
নিজের মনের দর্পনে।