মুখোশ আমরা সবাই পড়ি
মুখোশ আছে ঘরে ঘরে
তোমার মতন এমন মুখোশ
ক'জনই বা পড়তে পারে।
ডাইনে বলে বাঁয়ে চলো
হাসতে হাসতে গড়িয়ে পড়ো
কথা বলার কত না ঢঙ
এ'সব করতে তুমিই পারো।
সবার দুঃখে তোমার প্রাণটা ফাটে
শুকনো চোখে জলের নদী
টাকাই ধ্যান, টাকাই জ্ঞান
ইস, টাকার গদি থাকতো যদি?
সামনে এলে কত না প্রেম
ভালোবাসা উপছে পড়ে
আড়াল হলেই জলন্ত ক্রোধ
আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরে।
কথার কোন মূল্যই নেই
অনুভবের ধার ধারো না
উপরে খুব ভালো মানুষ
স্বার্থ ছাড়া কিছুই বোঝ না।
মনের মধ্যে শানিত ছুরি
মুখের কথায় মুক্তো ঝরে
লুকিয়ে আর বাঁচবে ক'দিন
একদিন ধরা পড়বেই চোরে।
ঈশ্বরে ভক্তি কতো, তাকে
জল না দিয়ে, জল খান না
অতি ভক্তি চোরের লক্ষন
এ'সব মোদের আছে জানা।
তবু বলি তোমার মতো
মানুষ আছে লাখে এক
শয়তানেরও কাজ হাসিলে
ধরতে হয় সাধুর ভেক।