শ্রমিক ভাই, তোমরা কি তবে
যোগ্য সম্মান পাও?
হাড় ভেঙে যে গড়ো ভুবন,
সেই কীর্তি কেহ চাও?

নতুন ভোরের প্রথম আলো
যায় না সবার দোরে,
কেউ হাসে বা তার জোছনায়,
কেউ ডুবে কষ্ট-ঘোরে।

তোমাদের ও রক্ত-মাংসে
গড়া নিথর দেহ,
তবে কীভাবে সহে যাও
হাজারো মনের ক্ষত!

হাত দুটোকে অস্ত্র করে
শত বিপদ দাও সামাল,
ত্যাগী, বলিয়ান মানুষ তোমায়
জানাই বিপ্লবী সালাম।