গুরুজনের প্রতি মোরা
রাখব সদা ভক্তি,
এইসব আজ শুধুই বুলি,
হয়ে গেছে উক্তি।

ছোটদের আর কে আজ বলে—
করো সবাই স্নেহ,
স্নেহ-ভক্তি যেন আজকাল
শুধুই কথার কেহ।

শ্রদ্ধা, ভক্তি সবকিছুতেই
হয়েছে আজ ক্ষয়,
যে যা খুশি করছে যেন
তাতেই বড় হয়।

মানবিকতার বালাই আগে
নিজের মধ্যে গড়ো,
লোকে যাকে বড় বলে,
তবেই সে হয় বড়।