আমি কি কেবলই অনুসারী,
তোমার পায়ের নিচে চাপা পড়া নিশ্বাস?
তুমি চলে গেলে আমিও যাই,
তবুও থাকি কি কোনো বিশ্বাস?

সূর্য উঠলে আমি থাকি,
সূর্য ঢললেই মিলিয়ে যাই।
তবুও দিনের পর দিন তোমার পিছু পিছু,
কেন যে হাঁটি, নিজেকেই বুঝে না পাই।

তুমি কি কখনো আমার কথা ভাবো?
আমার নিজের কোনো রং নেই,
তবুও তোমার আকার ধার করে
আমি নিজেকে করি সম্পূর্ণ — সে কি কম কিছু নয়?

আমি জিজ্ঞাসি—
ছায়াও কি ভালোবাসে?
নাকি শুধু নিঃশব্দ সঙ্গী হয়ে,
অন্তরালের বেদনায় কাঁদে?

তুমি কি পারো একদিন দাঁড়িয়ে বলতে—
“ওই যে আমার ছায়া,
ও-ই তো আমার সবচেয়ে বিশ্বস্ত প্রশ্ন!”
আমি সেই উত্তরের অপেক্ষায় থাকি
প্রতিটি আলো আর অন্ধকারে।