চিঠি
***প্রদীপ চৌধুরী***


তুলে রেখেছি পৃথিবীর বুকে তোমার পাঠানো ঘৃণা পত্রখানি
আতস কাঁচে দেখেছি প্রতিটি অক্ষর তার,
    শুনেছি তরুণ কোমল ঘৃণার কলকাকলি|
সেই পত্রের পৃষ্ঠায় পৃষ্ঠায় শান্তির বিরহ,
  সুখের বিচ্ছেদ, ক্ষনিকের ভালবাসা কিলবিল করছে|
বিষাক্ত সর্প দংশনের বিষে নীল তার বলয়|
আকাশের নীলের নিচে একদিন সুখ ছিল
সে নীল আজ নেমে এসেছে ঘৃণার বিষে
     এতই ঘৃণা! ঘৃণারও কপাল বটে|
সেও গুমরে গুমরে কাঁদে পৃথিবীর বুকে
   রেখে যায় ভালবাসার ক্ষত চিহ্নের ট্যাটু|
ঝরে পড়া আকাশের একমুঠো শিশির
    ঘৃণা পত্রখানি ভিজিয়ে দিয়ে যায়
বলে ছিঁড়ে দিতে তার অস্তিত্ব খানি|
   আজ ঘৃণা পত্রটা আমার কাছে ঢের সুখের
  ঢের ভালবাসার
এই পত্রই একদিন নিভিয়ে দেবে ঘৃণার আগুন|
    কিন্তু সেদিন ভালবাসা রাস্তায় গড়াগড়ি খাবে
   মাখবে প্রেমের উদ্দীপিত নতুন অবহেলা|