তোমার দম্ভ তোমার শরীরে শিশিরের মতো জমতে থাকে
     যদিও নিজেকে আগলেছো অনেকবার,
অনেকবার উবে যেতে চেয়েছো ভাসমান হাওয়ায়
     যা ইচ্ছে তাই ভেবেছো, না ভাবার মতো করে ।
সময়কে হাতের মুঠোয় ধরার চেষ্টায়
যৌবন পেরিয়ে গেলো তোমার ।
দম্ভ গুলো শিশির থেকে নদীর স্রোত হল
       হাতের মুঠোয় কিছুই রইল না ।
চলমান সময়ের মৃদু কম্পনে
        শরীর বেয়ে নিস্তব্ধতা ভাঙলো
         দম্ভ ভাঙলো না !
হাতের মুঠো হাতেই রইল
          যৌবন ভেসে দম্ভের সাগরে ।