নারী জীবন
***** প্রদীপ চৌধুরী ***
স্বপ্নটা যদি এরকম হতো
তোমার কথায় না হতো যদি শেষ
         আমার উঠা-বসা ।
আমিই যদি স্বাধীন হতাম নিজে
         তোমার মতো রাস্তা ঘাটের উপর
স্বাধীন যদি হতো যাওয়া আসা ।
তবেই জানা যেতো !
   স্বাধীনতার বাহাত্তর বছর পর
পরাধীনতার শিকল হয়েছে খোলা ।
জানি আমি ভাবছি এসব বৃথায়
        কে দেবে এর দাম ?
আমার মতো আরও অনেকে ভেবে
       স্বপ্ন দিয়ে ভর্তি করে ব‍্যাগ
নারী জীবন লোকে স্বাধীন বলে
    আমি বলি শুধুই আত্মত‍্যাগ ।