আমি যদি অন্য হতাম
      হতাম পরের মতো|
সুখ-দুঃখ বিলিয়ে দিতাম
      রূপ ধরতাম কত||
পরীর মতো পাখনা মেলে
        যেতাম দূরের দেশে|
নয়তো কোথাও হারিয়ে যেতাম
       যেতাম কোথাও মিশে||
রং বেরঙের গাছের মাঝে
     হতাম সবুজ পাতা|
নয়তো আবার বদলে গিয়ে
    হতাম মাথার ছাতা||
মনটা আমার আজব রকম
     স্বপ্ন দেখে কত|
ভাবে যদি অন্য হতাম
      হতাম পরের মত||