সু দিন আজ বদলে গেছে
       নেমেছে দুঃখের ছায়া|
সুখ নাকি আজ বিলিন হয়েছে
          কবজা করেছে মায়া||
অন্ধকারে পাহাড় ঢেকেছে
           চন্দ্র গেছে ডুবে|
আকাশ আছে প্রতীক্ষাতে
        মেঘ নেমেছে পূবে*||
শান্তির প্রতীক লাল হয়েছে
            প্রগতি গেছে থেমে|
শঙ্খ ধ্বনি বাজছে কোথায়
           যুদ্ধ আসছে নেমে||
ধর্ম যুদ্ধ, কর্ম যুদ্ধ
       নানান রঙের ধ্বজা|
বীরত্ব হয়তো কেউ পেয়েছে
           কেউ পেয়েছে শয্যা||
তবু এরা বুঝবেনাকো
             লড়াই এদের চাই|
হিন্দু-মুসলিম পর নয় কেউ
       মোরা এক মায়েরই ভাই||