আমার খাস  আমার পরিস
         তাও স্পর্ধা তো নয় কম,
এমন ভাবেই মালিক শাসায়
        সকালে হরদম|
গরীব মানুষ বলেই হয়তো
           নীরব থাকি আমি|
গায়ে আমার নেইকো পোশাক
           চটিও নেই দামী||
তবু তোমরা আঘাত করো
          লজ্জা শুধু দাও|
একটা কথা বলতে পারো
          এতে কি সুখ পাও||
কালের চাকা ঘুরছে যেমন
           সকাল হোক বা রাত|
তেমন ভাবেই সুখের প্রাসাদ
         সেও হারাবে ছাদ||
পাপের সাজা পেতেই হবে
          কেউ পাবে না পাড়|
তখন তুমি কাদবে একা
         কেউ দেবেনা ছাড়||