প্রজাপতি তুমি একলা দাঁড়িয়ে কেন?
মেঘ করেছে তাই মন খারাপ আজ যেন|
মেঘ তুমি বারবার কেন আস?
   আমার বুকে যে অশ্রুধারা  জমে আছে, তাকেই তোমরা যে ভালবাসো|
ভালবাসা তুমি আঘাত কেন দাও?
  আমি শত আঘাত দিয়-তবু তোমরা তো আমাকেই চাও|


স্বপ্ন তুমি রাত্রে আস কেন?
সেথাই তুমি ঘুমের মাঝে আমায় ডেকে আনো|


আচ্ছা এবার তুমি বল মন- তোমার কিসের এত রাগ?
যাও, তুমি একলা কাঁদো, আমায় দাওনা তো তার ভাগ|


কান্না তুমি ঝড়ো না আর- শান্ত হয়ে থাক|
আমি তোমার পাশেই আছি- দূর আকাশে দেখ|
আকাশ তুমি রোদ্রু হয়ে আসবে নাকি নেমে!
তোমায় আমি একলা ফেলে যায় কখনো থেমে?
স্বপ্ন তুমি বিদায় নিয়ে আবার এসো পরে|
আচ্ছা, বুঝি বিদায় দিলে, রাখবে নাকো ঘরে|
তুমি বুঝি রাগ করলে-আমার কথা শুনে!
না বন্ধু রাগ করিনি- তুমি আছ মোর মনে|