যখন আকাশ স্তব্ধ হয়ে থাকে
          শোনা যায় ঝিঝিপোকার গান|
দরিদ্র মানুষগুলো খবর কি জান
          তারা পেয়েছে কি কোনো ত্রাণ?
ক্ষুধা অনাহার সঙ্গী তাদের
           রাতের ঘুম নাই|
ক্ষুধিত দু চোখ তাইতো শুধু
        রাস্তা পানে চাই||
কিন্তু বৃথায় সে চাওয়া
       তাদের দিকে কি কারো দৃষ্টি যাবে!
না চির অবহেলিত হয়ে
         সারাটা দিন ক্ষুধায় কাটাতে হবে?
ক্ষুধিতরা তাই প্রার্থনা করে
         প্রভু আমাদের দিকে চাও|
সেটাও যদি না হয় তবে
          এক ফোঁটা বিষ দাও||