চলার পথে ভয় পেয়োনা
      ওরা যতই দেখাক চোখ|
সত্যি কথা বলার সময়
      কণ্ঠ উঁচু হোক||
খুব বড়ো জোর প্রাণ যাবে
            আর তো কিছু নই|
তাই বলে কি নীরব রব
         এ কখনো হয়||
আঙুল তুলে বলবো কথা
        তাতে আঙুল কেটে যাক|
আমায় দেখে হাজার মানুষ
         বলার সাহস পাক||
ওদের চোখে শত্রু হব
          তাও পাবনা ভয়|
কলম আমার থামবে নাকো
          না হোক সে জয়||