(খুব ছোটোদের ছড়া)


      অচেনা এক দেশ
******প্রদীপ চৌধুরী*****
কে জানে সে কোনসে নদীর তীরে
অচেনা এক দেশটি আছে ঘিরে|
   সেথাই নাকি আজব মানুষ সব
মুখে তাদের নানা রকম রব|
ভীষণ নীল ওই নদীটার  জল
  সেথায় খেলে নানা মাছের দল|
পাড়ার মেয়ে আসে নদীর ঘাটে
    পুরুষগুলো যাচ্ছে তাদের মাঠে|
খুশি খুশি কাটছে তাদের দিন
ছেলে-পুলে নাচে তাকধিন|
কেউ জানেনা কোথায় সেই দেশ
তাইতো ছড়া এখাতেই শেষ|