আজ চারিদিকে শুধুই রক্ত
     নয়তো মৃত্যুর স্তুপ,
যেন এসব সহ্য হয়ে গেছে
      তাই পৃথিবীটাইও আজ চুপ|
হত্যা লীলায় মেতেছে জগত
       রক্ত বানে ভাসছে,
না জানি এ কোন অভিশাপ
     আসছে ধেয়ে আসছে|
জীবনের কোনো দাম নেইতো
     বালির বাঁধের মতো,
এই যেন আছে, এই আর নেই
      ভাঙবে,গড়বে যত|
চারিদিকে সব লাল হয়ে গেছে
     নামছে গোধূলি বেলা,
হয়তো এবার সূর্য্য ডুববে
     স্তব্ধ হবে, মৃত্যু মৃত্যু খেলা|