পথের মানুষ
****প্রদীপ চৌধুরী****


এরা পথের মানুষ
     তবু হৃদয় অনেক বড়ো,
শীর্ণ দেহ, করুন চোখ
     আর চামড়া গুলো জরো|


ভালবাসার লোক নেইকো এদের
        কেউ মোছেনা চোখের জল,
মনুষ্যত্ব বুঝি একেই বলে
     সব বেইমানেরই দল|


নিজের স্বার্থ, নিজের সখ
       এই নিয়ে সব মাতুক!
রাস্তায় যারা পরে আছে
  তারা সেথায় পরে থাকুক|


দেখো যদি সুখ আসে
    এমন কাজ করে,
তবু তারা রাজি আছে
    শান্তি দেবে মরে|