দিন বদলের পালা
*****প্রদীপ চৌধুরী****


অনেক জুলুম দেখেছি হতে
         দেখেছি মরার স্তুপ,
চোখের কোণে অশ্রু দেখে
     তাইতো এখন চুপ|


কাদের উপর বলবো কথা
        কণ্ঠ উঁচু করে,
তাকিয়ে দেখ রাস্তা দিকে
        হাজার মানুষ মরে|


মৃত্যু মিছিল চলছে শুধুই
        রাস্তা, পথে ঘাটে,
এমন ভাবেই এক এক করে
      ভয়ে ভয়ে দিন কাটে|


এবার হয়তো আমার পালা
      সবাই বুঝি ভাবে,
মৃত্যু যেন বসেই আছে
     কে তার কাছে যাবে|