অবহেলিত মা
****প্রদীপ চৌধুরী*****
ওরা তোমায় ভালবাসেনা মা
       যাদের তুমি জন্ম দিয়েছো,
ওরাই তোমাকে অবহেলা করে
     যাদের তুমি ভালবেসেছো|
তুমি আজ তাদের খেলার পাত্র
    যারা তোমার হাত ধরে খেলতে শিখেছিল|
তুমি যাদের চোখের জল মুছিয়ে দিতে
     আজ তারাই তোমার চোখে জল এনে দেয়|
তুমি ওদের ক্ষমা করো মা
ওরা ভালবাসার মর্ম বোঝে না|
তোমার ভালবাসা ওরা কখনো বুঝবে না
       তুমি চির অবহেলিত তাদের কাছে|
তবু তুমি ওদের ক্ষমা করেছো
   তোমার চোখ জলে ওদের হাসি ফুটিয়েছো|
এ বিধাতা তো সবই লিখেছেন
    ন্যায় অন্যায়ের হিসেব|
তবু আজও তুমি তাদের ক্ষমা করছ
তাদেরকেই ভালবাসছো|
কারণ তুমি তো তাদের মা|