চার্চে সুসজ্জিত ফুল দানিতে,তুমি এক
রঙিন পাতাবাহার। সার্থক তুমি,তোমার
স্থান  ঈশ্বরের বেদিতে। তুমি কি কল্পনা
করে ছিলে,একদিন বৃক্ষে পরিনত হবে।
তোমাকে সযত্নে নিয়ে এসেছিলাম গৃহে।
রোপন করে ছিলাম,সিঁড়ির পার্শে।
শাখা থেকে ধীরে ধিরে পরিনত হলে,
গুল্ম বৃক্ষে।শত ঝড়-বৃষ্টিতেও তুমি
রইলে গৃহের শোভা বর্ধন করে।
অাজ তোমার গর্বের দিন,তোমার
শাখায় শাখায় পাখির কাকলি,
ঘুঘু পাখি,বুলবুলি পাখি তোমাকে,
অাপন করে নিয়ে,বাঁধল বাসা।জন্ম
নিল পক্ষী শাবক,ধীরে ধীরে পালক
গজাল সর্ব শরীরে।পেল উন্মুক্ত অাকাশে
উড়ার ছাড় পএ।তুমি অাজ পক্ষী কুলের
অাশ্রয় দাতা,গৃহস্থের সদা সর্তক বাহারী সৈনিক।
নও ছিন্ন শাখা, অথচ স্থায়ী বসবাসকারী,
তুমি গৃহ সৌন্দর্যের অপরূপ গুল্ম পাতাবাহার।