মত্ত হাতি
                         


সত্য বলছি মিথ্যা নয়,
      হাতির সঙ্গে লড়ব অামি?
এটি অামার কম্য নয়।
      চা বাগানে মায়ের সাথে,
তুলছে পাতা মা যেখানে,
      সেথায় অামি খেলে বেড়াই,
অামি মায়ের ছোট্ট মেয়ে।
      ক্লান্ত হলে ঘুমিয়ে পড়ি,
মায়ের অাদর নাই বকুনি।
      হঠাৎ অামি শুনতে পাই,
অার্তনাদ  ও চিৎকার,
      হাতির দল অাসছে তেড়ে,
সবাই গেছে অামায় ফেলে,
      চা বাগানের পথের ধারে।
নিমেষে এক ষণ্ড হাতি,
      অামায় শুঁড়ে নেয় তুলে।
ফেলবে ছুড়ে অমনি যখন,
      দাঁত দিয়ে শুঁড় কামড়ে ধরি।
হাতের সামনে চোখটি পেয়ে,
      চোখে অাঙ্গুল ঢুকিয়ে দি।
শুঁড়ের জ্বালা,ঝপসা চোখে,
      হাতি ঘুরাই অামায় তুলে।
অামি তখন প্রানের ভয়ে,
      ইষ্ট নাম জপ্ করি।
হঠাৎ হল কি যে মনে,
      সবার কাছে শুনতে পাই,
হাতি ছোটে উর্দ্ধশ্বাসে,
      অামায় ছেড়ে বনের দিকে।
এখন অামি গর্ব করে,
      বলে বেড়াই  সবাই কে,
তুড়ি মেরে হাতি ওড়াই,
      ভয় পাই না কাউকে।